এমিলি ডিকিনসন এর কবিতা
রাফখাতা
সাদা রাফখাতার ভেতর একটা যতিচিহ্ন আঁকলাম
অমনি ধরাম করে নিভে গেল শহরের সব ল্যাম্পপোষ্ট
আমি সাদা রাফখাতার ভেতর একটা তরুণীর যৌনাঙ্গের
ছবি আঁকলাম
আর অমনি শহরের কুকুরগুলো দৌঁড়ে ছুটে এলো চৌরাস্তার
মোড়ে
আজ আর আমি কোথাও যাব না, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে
কুকুরের সঙ্গম দৃশ্য দেখতে থাকব-
দেবী কুমারী
ভালো আছি, এ কথা নদীকে বলতেই পুরণো
বান্ধবীর কথা মনে পড়ে গেল খুব
শহরের পাখিরা তখন থেকে আর শহরে থাকল না
অনেক দিন পর কাঁচা বাজারে সবজি কিনতে গিয়ে
দেখা হলো তার সাথে। সে নাকি এখন যৌন পল্লীর
দেবী কুমারী-
ওরহান পামুক এর কবিতা
যখন বৃষ্টি নামবে
যখন বৃষ্টি নামবে কোলাহল বেড়ে যাবে সমস্ত বৃক্ষরাজির
শহরের বড় বড় দালানের ছোট ছোট জানালাগুলো বন্ধ
হয়ে যাবে, হামিংবার্ডগুলো আশ্রয় নিবে অতি পুরাতন
কোন খুপরি ঘরের ভেতর।
মাঠের গরুগুলো দিকবিদিক ছোটাছুটি করবে, সুর্যের আলো
তার সমস্ত তেজ হারাবে-
শুধু সময়ের নষ্ট ভালোবাসার ঠাঁই হবে না কোথাও
তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে বড় রাস্তার মোড়ে-
নরম্যান হুইলারের প্রতি
মানুষ তখন ই পরাজিত সৈনিকের আকার ধারণ করে
যখন তার ‘ফোর কালার’ জীবন এক রঙ হয়ে যায়।
নরম্যান হুইলার আমার ব্যক্তি জীবনের অধ্যাবসায়
পাশবিক অত্যাচার আর চারপাশের পৈচাশিকতার
বিবস্ত্র চিত্র দেখে সুদূর বনবাসে পালায় অদূর গ্রামের
খেঁক শেয়াল, আর পৃথিবীতে প্রতিনিয়ত জন্ম হতে থাকে
শত শত নরম্যান হুইলারের-