হাতছানি
কার্নিশ টপকে জোছনা পড়ে পাণ্ডুলিপি
বাইশ বছরে নিঃস্পন্দ হৃদপিণ্ডযাপন
অপেক্ষার জোনাকচোখে
সেলফোনে ভাসেনি চেনা ডিজিট
মাঝরাতে ফুরিয়ে গেছে জোলিয়ামের ফাইল
দৌড়
পাখিটার ঝাউপাতায় ঢাকা বাদামিডানা
কবিও ভাবছে হারানো কথা
দলছুট পাখি খুঁজে কি পাবে বনের পথ
ডানা ঝাপটানোর শব্দে ভেঙে যাবে দুঃস্বপ্ন
জ্বরে পোড়া ঝাউফুল?
তীব্র তৃষ্ণায় ঘুম ভাঙে
থার্মোমিটারে তাপ বাড়ে
আর দিনশেষে বুঝে যায় ক্লান্তি
স্বপ্ন মানে দৌড়
বিবরণোবৃত্ত
সাতরঙের জীবনে আসলে ছিল না কোনো রঙ
নষ্ট নিয়মের জটিল জালে
আবর্তিত আকাক্সক্ষায় বাস্তবিক ব্যস্ততা
সীমাহীন সংকীর্ণতা
সীমাবদ্ধ সুখের বিলাসিতায় উলসিত উৎসব
ভাঙন
প্রথম আত্মপ্রকাশের পর নবজাতক
বিস্ময়ে দেখে তার প্রায়োগিক পরিচয়
কৃত্রিম কারুকাজে সজ্জিত সমাজ দেয়নি স্বীকৃতি
হারিয়ে গেছে মানবিক মূল্যায়ন
বৃত্তের কেন্দ্রে থেমে গেছে সব সৌম্য সুখ