বিশ্বব্যাপী যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, যার বীভৎসরূপ প্রত্যক্ষ করেছি আমরা। রক্তাক্ত মানুষের হাহাকার, খাদ্যের অপ্রতুলতা, সমৃদ্ধ জনপদ ধ্বংস ছাড়া খুব বেশি অর্জন নেই সেখানে। সাম্প্রতিক সময়ের উপসাগরীয় যুদ্ধ, অতি সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সমর কোনটাতেই মানুষের প্রতিহিংসার লেলিহান উদগীরণ ছাড়া পৃথিবীর লাভ হয়নি। তবু যুদ্ধ চলছে। মানুষ মরছে। দখল হচ্ছে। ধ্বংস হচ্ছে। বিলীন হচ্ছে সমৃদ্ধ জনপদ।
অতএব এসবের বিপরীতে আমাদের আত্মার প্রতিধ্বনি শব্দে শিল্পীত প্রকাশ পাক কবিতায়…
আমরা আমাদের আত্মার স্পন্দন ধরতে চাই কবিতায়…
লিখুন আপনার রক্তক্ষরণ
রিসি দলাই’র সম্পাদনায় প্রকাশিত হবে www.risidalai.com এ।
‘সরলরেখা’র পরবর্তী সংখ্যায় ছাপা হবে কবিতার বাছাই মুদ্রণ।
লেখা পাঠান editor.charbak@gmail.com
কথা বলতে পারেন 01552419442
লেখা পাঠাবেন word file এ স্যুটনী এমজি ব্যবহার করে।
রিসি দলাই
সম্পাদক
চারবাক/ সরলরেখা
64/সি/1 রামকৃষ্ণ মিশন রোড, টিকাটুলি, ঢাকা।