বৃক্ষের মঞ্চে আত্মহত্যার গান
বৃক্ষের শরীরজুড়ে অদৃশ্য ব্যাধি
ক্ষীণকায় দেহটা ঝড়ের বিপরীতে
দৃঢ় বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারে না
পূর্বপুরুষের মতো তারাও অসহায়
মুখোশধারী বৃক্ষ বাঁচাও কর্মীরা
গোপন বিছানায় তাদের তুলে দেয়
ভীনদেশী বৃক্ষ গবেষকের হাতে
জেগে ওঠার গান কিংবা
পরিবেশ রক্ষায় যখন সোচ্চার বিশ্ব মোড়লেরা
তখন বৃক্ষের মঞ্চে শুধুই আত্মহত্যার গান।