ক.
গোলের খেলা ফুটবল
ফুটবলও গোল
শুটিংয়ের গয়নাবোঝাই বউয়ের মত সাজানো বাপ-দাদার এ শহরে
কৃষকের ক্ষেতে পঁচতে থাকা সবজির চেয়েও কমদামে
মানুষের কাটা তাজা মাথা পাওয়া যায়
মাথাও গোল।
বারুদে ঠাসা ককটেল
গোল গোল সলটেড বিস্কুটের মত মোড়ানো ও প্যাচানো
সূর্যের বোটা খুলে কে যে কখন রক্তের উৎসব শুরু করে দেয়Ñ ধরাই যায় না
পোড়া মানুষের আর্তনাদ, আতংক আর ধোঁয়ার কুন্ডলীর ভেতর
খানাখন্দময় সড়ক জু্েড়ই
গোল গোল স-ব বল নিয়ে
কাড়াকাড়ি! ছুটির আমেজ!
বাঙালি; হালার পোরা পারেও…
খ.
২০০ টাকা মরিচের কেজি
তবুও ৩/৪ টা দিন কেমন
ফুড়–ৎ করে উড়ে গেল
ফোনে সে জানিয়েছে, শাদা শার্টে
ছেলেদের হাবলু লাগে; ব্যাক ব্রাশ চুল
ঝুটি হলে আরও ভাল। অ্যাশ কালার
জিন্সের সংগে চাই যুতসই জুতো।
আচ্ছা, তুমি কি বড় আপার বান্ধবীর মত
তাতের শাড়িতে ঢেউ তুলে
হাঁটতে জানো?
বিদেশী সেন্টে বগলের দুর্গন্ধ ঢেকে বেরিয়ে পড়ি
পুরোটা রাস্তা
গুয়ে-মূতে সয়লাব
ম্যানহোলের ভেতরে মহিষের মত
ভুসভুস করছে একটা লোক
জুতো জোড়া বাঁচিয়ে হাঁটতে থাকি
যাক, পাঁচটা বাজতে এখনও অনেক বাকি
গ.
বরষা পড়–ক, বর্ষা ফুটুক
ফুলের মত ঝরে পড়–ক মেঘকণা
ধুলোবালির শুকনো পথঘাট
ভিজে হোক আরও প্রাণবান
ঘরের বাইরে দাঁড়িয়ে ভিজছে কেউ
একা
একা
আহারে; বেচারীর স্বামী বুঝি দূরদেশে থাকে!
ঘ.
আবার সিগনাল অই ব্যাটা খাড়ানোর জাগা নাই আবার পেসেনজার উঠাস তোর মাতার উপর উডাবি মামা পেছনে চাপেন গুলিস্থান নামমু দেইখ্যা শুইনা পাড়া দ্যান আরে বহেন বহেন যা গরম টেকা যায় না বুঝলেন না গজব মহিলা সিট ছাড়েন আইভি তো ভয় পায় কাউরে পদ্মা ব্রিজটা এইবার আর হবে না বোধ হয় মালয়েশিয়া তো টাকা দিতে চাইল ট্রানজিট লইয়া চাদ্দিকে কি শুনবার লাগছি মেট্রো রেল নাকি বিমান বাহিনী ভেটো দিতাছে যাই বলেন যাত্রাবাড়ি ফ্লাইওভার কিন্তু ঢাকার চেহারাটাই পাল্টে দেবে বেচাকেনা নাই শেয়ারে খাইবো এই সরকারকে দেইখেন বোঝেন সাধু হইল গিয়া পরিচালক দ্যাশের তো বারটা বাইজা গেছে ফটট ফটটটফফফফঠফটফটফট পুততত হ্যালো কিচ্ছু শুনবার পাচ্ছি নে কে হ্যালো হ্যালো শালার নেটওয়ার্ক গাদ্দাফি তো শ্যাষ চীনারা বহুত অস্ত্র বেচছে ড্রাইবার না বাল এই মেঞা বামদা যাও না ক্যান ছাতু চালায় পিটটট পিটপিটপিটপটপিটপিটটটট একসিডেন্ট তো এই লাইগ্যাই অয় মালমুহিত এবার এক্কেবারে জেনুইন মাল অয়া গেছে এই বাংলামটর বাংলা মটর ওয়াওওওওয়াওওওওয়াও পটপটপ ফটপটফটপঠ পুতপুতপুততত ক্যাডা যায় পিটট পিটপিট অধিবেশন কবে শুরু হইল বিরোধী দল তো জমাইতে পারছে না বিদাশ বলেন টাকা পয়সা বলেন কোনোটা তো বানচোতরা ছাড়ছে না সব হালায় মাদারচুত কারে ভোট দিবেন পুপুপুপুপু পুতততপুত পটফটফটফট ঠ্যালা মারলি ক্যা চোখ কি আকাশে উডাই রাখেন ভাংতি নাই তিন টাকা না না ভাংতি দ্যান একহাজার টাকার নোট দুই নম্বরি হ্যালো আরে এই তো এই যে বারডেমের গেটে আইসা পড়ছি এক মিনিট সরেন।