এতোটা দূরের দ্বীপে
এতোটা দূরের দ্বীপে কখনো কি এসেছিলি তুই?
পলিহীন যে–মাটিতে বিরহই সারাক্ষণ ঝিঁঝিঁ হয়ে ডাকে
বৎস, তোর জন্যে আজ আমার প্রার্থনা-
তোর ওই রাইফেলের নলগুলি সুরতোলা বাঁশি হয়ে
ফুটে ওঠুক দিকে দিকে বিরহের সুর
আর কার্তুজরাশি সোনার মাদুলি হয়ে জ¦লতে থাক নবজাতকের
তোর গ্রেনেডগুলো হয়ে যাক আনন্দ বিলোড়িত ক্রিকেটের বল
আর কামানখানি বৃষ্টিদূত ভয়শূন্য মেঘের গর্জন।
এতোটা দূরের দ্বীপে কখনো কি এসেছিলি তুই?
আলোহীন যে–মাটিতে নিষ্ঠুর হাসি হাসে চিতার আগুন
বৎস, তোর জন্যে আজ আমার শতবার প্রার্থনা-
ডাক্তার–সেবিকার দুর্ভেদ্য পিপিআই হোক তোর
বাহিনীর বাহারি পোশাক
আর এ্যামবুশের লতাপাতায় ফুটে ওঠুক ভালোবাসার প্রথম গোলাপ
তোর যুদ্ধজাহাজগুলো সামুদ্রিক হংস হয়ে ভেসে
বেড়াক পৃথিবীর সব দরিয়ায়
আর গানপাউডার সব মানবীর চোখের কাজল।
এতোটা দূরের দ্বীপে কখনো কি এসেছিলি তুই?
ছায়াহীন যে–মাটিতে সারাক্ষণ ঘটে চলে মরুর বিস্তার
বৎস, তোর জন্যে আজ আমার শত লক্ষ প্রার্থনা-
তোর সাবমেরিনটা মুহূর্তেই পরীক্ষিত ডলফিন–বন্ধু হয়ে ছুটে
যাক নিমজ্জিত মানুষের কাছে
আর চিত্রশালায় ধন্য হোক অস্ত্রের কারখানা যত
তোর হাঁড়িতুল্য হাইড্রোজেন বোমাখানি দ্বিধা হয়ে হেসে ওঠুক
রক্তরং রসালো তরমুজ
আর বক্ষের সুশোভিত পদকদল লোভনীয় শিশুখাদ্য সতেজ বিস্কুট।
এতোটা দূরের দ্বীপে কখনো কি এসেছিলি তুই?
প্রাণহীন যে–মাটিতে নৈঃশব্দ্য ডাকে শুধু আয় আয় আয়
বৎস, তোর জন্যে আজ আমার শতকোটি প্রার্থনা-
তোর ব্রিগেডসারি আরবীয় ঘোড়ার মতো ঢেউ হয়ে চলমান
আছড়ে পড়ুক সমুদ্রচড়ায়
আর ফাইটারগুলো হয়ে ওঠুক দ্রুতগামী এয়ার অ্যাম্বুলেন্স
তোর ট্যাঙ্কবহর সহসাই ফুটে ওঠুক রমণীয় কাঁটা হয়ে
প্রিয়ার চুলের খোঁপায়
আর নিশ্চিদ্র কারাগারটি মহামান্য রাষ্ট্রপতির সুরম্য ভবন।
এতোটা দূরের দ্বীপে কখনো কি এসেছিলি তুই?
বন্ধুহীন যে–মাটিতে ক্ষণে ক্ষণে ঝঙ্কারিত শজারু–সন্ত্রাস
বৎস, তোর জন্যে আজ আমার অগণিত প্রার্থনা-
তোর ড্রোনগুলো হয়ে ওঠুক শূন্যে সঙ্গমরত বাতাসি ফড়িং
আর রাজা–রানির হর্ম্যমালা হয়ে যাক ভালোবাসার
পূর্ণঘট- বিজ্ঞানমন্দির
তোর স্যাটেলাইটদল রংবেরঙের ঘুড়ি হয়ে
ছেয়ে ফেলুক পুরোটা আকাশ
আর মিসাইল শলা কিচেনের দেশলাই কাঠি।
এতোটা দূরের দ্বীপে কখনো কি এসেছিলি তুই?
জ্যোৎস্নাহীন যে–মাটিতে নিশ্চল পর্বত হয়ে জেগে থাকে শুধু অন্ধকার
বৎস, তোর জন্যে আজ আমার দাঁড়িশূন্য প্রার্থনা-
তোর মস্তকের হেলমেট যত, শান্তির দূত হয়ে ঠাঁই নিক
মানুষের হাতের করায়
আর দর্পিত বুটজোড়া হতে থাক ইয়াজুজ–মাজুজের মতো
মহামারির বন্দিশালা- দুর্ভেদ্য পর্বত
তোর সেনানিবাসগুলো হয়ে ওঠুক কুসুমিত হাসপাতাল
কিংবা সব শিশুশিক্ষালয়
আর আণবিক চুল্লিখানি হয়ে যাক হাঁড়কম্প শৈত্যতায় রৌদ্রের গম্বুজ।