যুদ্ধবিরোধী কবিতার খসড়া
সেদিন তোমাকে ভালোবেসে
কী উল্লাসে হাতে তুলে নিয়েছিলাম বন্দুক
দেশমাতৃকার পায়ে রক্তজবার মতন
নিজেকে অঞ্জলি দেব বলে ;
ট্রিগারে আঙুল, রাতজাগা চোখে চোখে
রক্তপিপাসায় আমি খুঁজেছি শত্রুকে
ঝোপের আড়ালে ঠিক সতর্ক মুদ্রায়।
জানি যুদ্ধ যৌবনের ধর্ম
এবার তোমাকে আরও নিবিড় ভালোবাসায়
দাঁড়িয়েছি যুদ্ধের বিরুদ্ধে
যৌবনকে পরম আরাধ্য মেনে।
(মানুষ কী অনুভূতি হারাতে থাকবে
যুদ্ধক্লান্ত পৃথিবীর আর্তনাদে!)
একদিন বন্দুকের নলে নলে
ফুটিয়েছি রক্তিম অশোক
আজ সেই বন্দুককে বিদায় জানাতে দ্বিধাহীন
যেন ইতিহাসে আরেক অশোক!
কোথায় মহেন্দ্র? এসো সংঘমিত্রা
এবার উর্বর করি পৃথিবীকে
রক্তের বন্যায় নয় ভালোবাসা হরিৎ অক্ষরে।