মানুষ মিছিল হও শামিল
(পৃথিবীর সকল যুদ্ধবাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ)
বারুদের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়ে
প্রতিদিন প্রতিরাতে যে ধ্বংসযজ্ঞ চালাও তুমি
তোমার সেই কালো হাতের আগ্রাসন
বন্ধ করো মহাজন।
সাম্রাজ্যবাদের ছায়ায় দোলে তোমার কালো পতাকা
মানুষের মৃত্যুকে নিয়ে করেছো মহাউল্লাস
ঘর নেই, স্বজন নেই, শিশু নেই, বৃদ্ধ নেই–
থেতলানো–বিচ্ছিন্ন শরীরে চলেছে দীর্ঘ শবমিছিল
তোমার সেইকালো হাতের আগ্রাসন
বন্ধ করো মহাজন।
যুদ্ধ চাইনা, যুদ্ধ চাইনা– তুমি ফিওে যাও ঘরে–
অস্ত্র বাণিজ্য যারা করছো তাদের প্রতিঘৃণা
সুনীল আকাশ, অরণ্য সবুজ মানুষের অভিশাপে
ধ্বংস হবে তোমার শক্তি আর যত ঠিকানা।
তোমার সেই কালো হাতের আগ্রাসন
বন্ধ করো মহাজন।
দিক্বিদিক চর্তুদিক শিশুরা হাসুক, ফুটুক ফুল
দিক্বিদিক চর্তুদিক ফুলেরা ফুটুক, ভাঙুক ভুল।
আঙিনা জুড়ে ছায়া থাকুক, জীবন হোক আলোময়
আঙিনা জুড়ে হাঁসেরা খেলুক, জীবন যেন মুক্তরয়।
বলাকা উড়–ক নীল আকাশে, আকাশ মুক্ত শঙ্খচিল
মাছেরা ছুটুক তিমিরজলে, মানুষ মিছিল হও শামিল।
৫ ফেব্রুয়ারি, ২০২৩