গদ্যময় এ পৃথিবী কাব্যময় হোক
ক্ষতি কী তোমার যদি আমার পড়শি হাসে সুখে? যদি গহিনে আমার
ভালোবাসা জাগে? ক্ষতি কী তেমন যদি আমি ভালো থাকি? যদি
আমাকেই ভর দিয়ে তুমি দাঁড়াও? ভরোসার হাতটা বাড়াও?
ক্ষতি কি অনেক তবে- যদি আমার তৃষ্ণায় তোমার
জল ছুঁই? তোমার ক্ষুধায় অন্ন আমার? কী এমন
ক্ষতি কার যদি জ্ঞাতিসূত্র জাতিসূত্র ভুলি? আর-
বর্ণসূত্র বেমালুম ভুলে বর্ণান্ধ হই যদি?
যদি নাই থাকে আর তোমার আমার মাঝ বরাবর
কোনো সুবর্ণ প্রাচীর? এই আমার ঘুড়িটা যদি
তোমার আকাশে ওড়ে? তোমার বাড়ির নদী আমার নদীতে যদি?
অথচ…
ভূমন্ডলময় ঝকমারি ঝনঝন কলরব অকারণ। শতসব নিষেধ–বারণ।
অপচয়, দলন–মলন। মিথ্যে অহম।
তবে…
চন্দ্রালোকিত হউক জলাধার বনভূমি অনন্ত ঝর্নার ধারা আর অন্তর্জমিন;
ফুলে–ফলে শোভিত হউক শস্যক্ষেত পুষ্পলতা বৃক্ষকুল; বন্ধুর বিষাদে
পাশেই থাকুক বন্ধুজন।
চন্দ্র উঠুক।
সূর্য উঠুক।
বৃষ্টি নামুক।
আকাশময় উড়–ক রঙিন বেলুন, পায়রার ঝাঁক; উড়ুক…উড়ুক…একটা
সাদা পতাকা উড়ুক আকাশময়…
গদ্যময় এ পৃথিবী কাব্যময় হোক।