বকুলঘ্রাণের হাওয়া
কাল খুব ঝড়-বৃষ্টি ছিল
অপেক্ষায় ছিলাম কেউ বলবে সাবধানে থেক
এতো ছোট হয়ে এসেছে জানালার ফাঁক
যতোটা যুদ্ধের খবর রাখি, মানুষ
ততটাই দূরে সরে আছে
তোমাকে তুমি বলবার আগে এখন
কতোবার ভাবি, কতো আইন, বিধিমালা
এতো কিছু কি মনে থাকে, কে জানে
শুধু শাসনের ভয়, চুপ থাকাই
মেনে নিয়েছি, যেদিন বিদ্রোহ হয়, হবে
এখন বকুলঘ্রাণের হাওয়া
জমিয়ে বিক্রি করতে জানে যারা, জেনেছি
তারা অনেক সফল, ঝড় ভেবে
লাভ নেই, উপড়ানো গাছের কথা
না হয় পরে দেখা যাবে
একটি নদীর দেশ বানেতো ভাসতেই
পারে, অপেক্ষাই ভালো, নদী মৃত বলে
কিছু নেই, পুরোনো ভাঙনগুলো
মনে করে দেখ, কতো জল
কতোভাবে পথ পেয়ে গেছে।
নভেম্বর ২১, ২০২২




Total Users : 8107