ফিলিস্তিন : দুনিয়ার বুকে এক ক্ষত
সেই দেশে আসমান যেন কালা বা লাল
ভোরের হাওয়ায় ভাসে জালিমের বোমারু বিমান
বিলাপই একমাত্র গান
অধিকার করে রাখে তাদের দিন রাইত
তাহাদের মন ও পায়ের তলার মাটি-
ফিলিস্তিন!
দুনিয়ার বুকে এক ক্ষত, তার থেকে লহু নামে
লহু নামে সভায় সেমিনারে
জাতিসংঘের বিশেষ বৈঠকে
ইন্তিফাদা আমাদের বুকে বিঁধে থাকে।
পৃথিবীর মানচিত্রে তার ঠাঁই নাই
যেনবা কোনো দেশ না
খুনির বন্দুকে ঝুলানো এক খন্ড জমি
কিংবা ফিলিস্তিনি লাশের চোখের শেষ স্বপ্ন।
লাশের উপরে লাশ আরো লাশ
যখন আরো রক্ত এসে মিশে রক্তস্রোতে,
তখনো আমরা পৃথিবী সবুজ করি, মানবাধিকার করি
তন্ত্রমন্ত্র সেক্যুলার করি
সেক্যুলার ক্রিকেট খেলি আর দূর থাইকা দেখি
ফিলিস্তিন- দুনিয়ার বুকে এক ক্ষত
তার থাইকা নিতনিত সকাল-বিকাল
ফিনকি দিয়া লউ নামে
আমাদের অন্ধ ও বধির মুখের উপর।