রাষ্ট্র
জলাতঙ্ক কুকুরের মতো আর্তনাদ করে উঠছে দেশ
কইতেও পারছে না সইতেও পারছে না;
লিঙ্গরোগ তাতরাঙ্গির মতো
উলঙ্গ নৃত্যে ফেটে পড়ছে
যন্ত্রণায় ঘরের ভেতর।
তবু রাষ্ট্র ভ্রুক্ষেপহীন,
এলিট মদ খেয়ে বধির,
চোখে চশমা পড়ে ইচ্ছে কানা।
তবে জেনে রাখো,
রাষ্ট্র এই রোগের ধর্ম;
অতিসত্বর পাগল হয়ে দাঁত বসিয়ে
কামড় দিবে তোমার বুকে
বাচ্চা ফুটাবে উদরে,
জন্ম দিবে রাষ্ট্রের ভেতর নতুন রাষ্ট্র।