স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
নিবেদিত পঙ্ক্তিমালা
প্রত্যাবর্তন/ রিসি দলাই
থাকে অনেক কিছু দেখার বাইরেও
দৃশ্যের পর দৃশ্য সেলুলয়েড ফিতায়
নাই-বা থাকলো তোলা…
যাপনের বাইরে কতটুকু
তবু কেউ কেউ মণিকোঠায় রাখে স্মৃতিময়
সেইসব আনন্দ-বিষাদ আর দোলাচল
অস্থিরতা- পরিবর্তন-আকাঙ্ক্ষী মানুষের হয় না মৃত্যু
বাহান্ন-ঊনসত্তর উত্তাল দিন
একটি বজ্রকণ্ঠ…
হায় স্বাধীনতা
চোখে আমার এখনো তাজা
রক্ত-খুন সিঁড়িতে
ধানমন্ডির সেই বাড়ি নির্জন
একটি মহুয়া গাছ-
কী বিস্ময় দেখো পিতা- ইতিহাস বদলায়
বারবার বদলায়- প্রত্যাবর্তন তোমার
শরীরের চেয়েও স্মৃতিতে