মুখায়ব
মুখায়বে খেলা করে অন্য মানুষ
চাক চাক করে কেটে ফেললে নিজেকে
অসংখ্য সত্তা দেয়ালে আঁকা হয়
বিন্দু বিন্দু ঘাম আর বীর্যের খেলা
বিষের বাঁশি বাজায়; নির্মেদ একখÐ জীবনী
জীবন্ত একটা মানুষ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
কেবলই নেচে যায়
দ্রোহের না অশ্বখুড়ের প্রতিধ্বনি
টের পাওয়া যায় কখনো কখনো
বিপ্লবের চুপসে পড়া ফানুসটা
কেউ একজন আমাকে ধরিয়ে দিয়ে
লাপাত্তা… লাপাত্তা… তারপর
শুনেনি কেউ কখনো সেই সুর-ইন্দ্রজাল
রুদ্রপ্রলয়, ইশ্বরকোরাস
থেমে থাকে না কিছুই
কিছু কিছু শব্দ উলটপালট হয় শুধু
শেষ পর্যন্ত
এই যা…
২৯ অক্টোবর ২০১৬
প্রজাপতি
শহরময় প্রজাপতির মৃত শরীর
ছড়িয়ে ছিটিয়ে
হাজার নয় লক্ষাধিক
আব্বু-এইখানে…
রঙিন পাখনা
বিস্রস্ত এলোমেলো
বাবুর মায়ামাখা
হাতছানি
যেনো প্রজাপতি
কিছুক্ষণ পর অজস্র পিঁপড়ের
মিছিল ওই শরীরে
নিশ্চিহ্ন আপাত সুন্দর
নিজস্ব নিস্তেজ দেহ টেনে নিয়ে যাচ্ছে
লক্ষাধিক পিঁপড়ে
অনিশ্চিত অন্ধকার গুহাগহŸরে
২৬ নভেম্বর ২০১৬
ফিদেল কাস্ত্রো
যদিও অন্ধকার চারদিকে
সময় ছিলো আপনার অধীন অনুগত
কমরেড ক্রমান্বয়ে দিগন্তরেখা সরে যাচ্ছে ইদানিং
মানুষের বলবার কথাগুলো আঁকহীন সাদা সেøট আর
মার্বেল পাথরে খোদাই বর্ণহীন
কখনো কি মনে হয়েছে আপনার:
বৃথাই নষ্ট হলো যৌবনের বসন্ত রঙিন
সমাজতন্ত্রের পরাভব
ধ্বসে যাচ্ছে: মূল্যবোধ-সাম্য-স্বাধীনতা
সোভিয়েত রাশিয়ার পতন
কতোক্ষণ আর লড়াই চলে একাকী
বন্ধুদের ঘরে ফেরা; ততোক্ষণে স্তব্ধ লাল ঝান্ডা মিছিল
তবু সুউন্নত গ্রীবা একাগ্র লড়াইয়ের বাসনা
রণক্ষেত্র আগলে রাখার কৌশল
আশাবাদী করে কাউকে কাউকে
কমরেড চলুন এগিয়ে যাই বৈরী পৃথিবীতে
২৯ নভেম্বর ২০১৬