লিটলম্যাগ ও প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে রিসি দলাই এর মৌলিক প্রবন্ধগ্রন্থ ‘পক্ষ-প্রতিপক্ষ অথবা শত্রু-মিত্র’ এ সূচিবদ্ধ হয়েছে ৬ টি প্রবন্ধ। প্রথম প্রবন্ধের শিরোনামেই বইয়ের নামকরণ হয়েছে। এ প্রবন্ধের মূখ্য আলোচ্য বিষয় লিটল ম্যাগের অবস্থান সম্পর্কে। কারা লিটলম্যাগের পক্ষ, কারা প্রতিপক্ষ এ বিষয়ে লেখকের পর্যবেক্ষণ উপস্থাপিত হয়েছে। প্রতিষ্ঠান কি, কিভাবে এটি সর্বগ্রাসী হয়ে উঠে, লিটল ম্যাগ কেন এর বিপক্ষে অবস্থান নেয় তার বিশ্লেষণ এ প্রবন্ধে পাওয়া যাবে।
দ্বিতীয় প্রবন্ধের শিরোনাম ‘উত্তর-ঔপনিবেশিক লালকাঁকড়া এবং অন্যান্য’। উপনিবেশ বিস্তারের অন্তর্গূঢ় কারণ সমূহের বিশ্লেষণের পাশাপাশি উত্তর-উপনিবেশের নানাবিধ দিক আলোচিত হয়েছে এ প্রবন্ধে। উত্তর-উপনিবেশ যুগেও যে ঔপনিবেশিক আমলের বৈশিষ্ট্যসমূহ বিরাজমান। তবে এর রুপ ভিন্ন। বাণিজ্যের অন্তরালে শোষণ ও লুন্ঠনের প্রাক্তন বিষয়-আশয় প্রকটভাবেই বিরাজিত।
পরবর্তী প্রবন্ধ ‘বিশ্বায়ন,মুক্তবাজার এবং সাম্প্রতিক সাহিত্য’ এ মুক্তবাজার ও বিশ্বায়নের তাত্ত্বিক কাঠামো, এর সর্বগ্রাসী প্রবণতা এসব বিষয় আলোচিত হয়েছে। সাহিত্য কিভাবে এর দ্বারা প্রভাবিত হচ্ছে, সাহিত্যে কিভাবে এ বিষয়গুলো আসছে তা-ও প্রাসঙ্গিকভাবে এসেছে।
‘বহুজাতিক আগ্রাসন এবং বাংলা একাডেমি’ প্রবন্ধে বাংলা একাডেমির ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। বহুমাত্রিক সাংস্কৃতিক আগ্রাসনের মুখে এ একাডেমির আচরণ কি হওয়া উচিৎ ছিলো আর কি হচ্ছে তার ব্যবচ্ছেদ করা হয়েছে। এ ভূখন্ডের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি শক্তিশালী ভূমিকা পালন করার কথা ছিলো কিন্তু হয়েছে এর উল্টো।
পরবর্তী দুইটি প্রবন্ধে পুঁজিবাদের সমালোচনার পাশাপাশি লিটলম্যাগের ভূমিকা, এর প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে আরও বিশ্লেষণী আলোচনা স্থান পেয়েছে।