004746
Total Users : 4746
Charbak magazine logo
sorolrekha logo

লেখক তালিকা

জন্ম. ২৩ নভেম্বর ১৯৭৫, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে। সম্পাদনা করছেন ‘চারবাক’ ও ‘সরলরেখা’। যুক্ত আছেন সাপ্তাহিক সাহিত্য আড্ডা ‘শুক্কুরবারের আড্ডা’র সাথে। লিটল ম্যাগাজিন সংগ্রহ ও প্রদর্শন কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত গ্রন্থ: মায়াহরিণ, কাব্যগ্রন্থ ২০০৮, চারবাক, বুদ্ধিজীবীর দায়ভার, সম্পাদনা ২০০৯, সংবেদ, পক্ষ—প্রতিপক্ষ অথবা শত্রু—মিত্র, প্রবন্ধ ২০১০, চারবাক, নির্বাচিত চারবাক, সম্পাদনা ২০১১, চারবাক, নাচঘর, কবিতা, ২০১২, চারবাক, ভাষা সাম্প্রদায়িকতা অথবা সাম্রাজ্যবাদি খপ্পর, প্রবন্ধ, ২০১৩, চারবাক এবং মুখোশ, কবিতা, ২০১৬, চারবাক, করোনাকালে, কবিতা, ২০২২, চারবাক।
View Posts →
কবি, প্রাবন্ধিক ও অনুবাদক
View Posts →
প্রাবন্ধিক ও চিন্তাবিদ
View Posts →
বাংলাদেশের উত্তরউপনিবেশি ভাবচর্চার পথিকৃৎ ফয়েজ আলম একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক, অনুবাদক। উপনিবেশি শাসন-শোষণ আর তার পরিণাম, রাষ্ট্র ও সমধর্মী মেল কর্তৃক ব্যক্তির উপর শোষণ-নিপীড়ন ও ক্ষমতার নানামুখি প্রকাশ আর এসবের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকার কৌশল নিয়ে দুই যুগেরও বেশি সময় ধরে লিখছেন তিনি। বিশ্বায়নের নামে পশ্চিমের নয়াউপনিবেশি আর্থ-সাংস্কৃতিক আগ্রাসন আর রাষ্ট্র ও স্বার্থকেন্দ্রিক গোষ্ঠীর শোষণচক্রের বিরুদ্ধে লড়াইয়ে তার লেখা আমাদের উদ্দীপ্ত আর সাহসী করে তোলে। রুহানিয়াত সমৃদ্ধ দার্শনিক ভাবচর্চা আর সাহিত্যিক-রাজনৈতিক তত্ত্বচর্চাকে একসাথে কবিতার দেহে ধারণ করতে সক্ষম ফয়েজ আলমের সহজিয়া কবিতা। তার কবিতায় তিনি মানুষের প্রাত্যহিক মুখের ভাষার প্রতি উন্মুক্ত। যে ভাষাকে আমরা ব্রাত্য বানিয়ে রেখেছি একেই তিনি জায়গা করে দিয়েছেন কবিতায়। তাই প্রচলিত কাব্যভাষা থেকে তার কবিতার ভাষা ভিন্ন। বিভিন্ন প্রবন্ধে তিনি এ ভাষাকেই বলেছেন মান কথ্যবাংলা, আঞ্চলিকতার বাইরে সর্বাঞ্চলীয় বাঙালির প্রতিদিনের মুখের ভাষা। কবিতাগুলো কখনো কখনো বিভিন্ন ধ্বনি ও শব্দে বেশি বা কম জোর দিয়ে কথা বলার অভিজ্ঞতার মুখোমুখি করতে পারে, যেভাবে আমরা হয়তো আড্ডার সময় কথা বলি। এবং তা একই সাথে বক্তব্যের অতিরিক্ত ভাষারও অভিজ্ঞতা। খোদ ‘আওয়াজের সাথে ইশক’ যেন। প্রাণের আকুতি ও চঞ্চলতার সাথে তাই শূন্যতাও হাজির আছে। সেই সাথে জারি আছে ‘শব্দের দিলের ভিতরে আরো শব্দের আশা’। ফয়েজ আলমের জন্ম ১৯৬৮ সালে, নেত্রকোনা জেলার আটপাড়ার যোগীরনগুয়া গ্রামে। বাবা মরহুম শেখ আবদুস সামাদ, মা সামসুন্নাহার খানম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ পাশ করার পর প্রাচীন বাঙালি সমাজ ও সংস্কৃতি বিষয়ক গবেষণার জন্য এমফিল. ডিগ্রী লাভ করেন। গুরুত্বপূর্ণ কাজ: ব্যক্তির মৃত্যু ও খাপ-খাওয়া মানুষ (কবিতা, ১৯৯৯); প্রাচীন বাঙালি সমাজ ও সংস্কৃতি ( গবেষণা, ২০০৪); এডওয়ার্ড সাইদের অরিয়েন্টালিজম (অনুবাদ, ২০০৫); উত্তর-উপনিবেশি মন (প্রবন্ধ, ২০০৬); কাভারিং ইসলাম (অনুবাদ, ২০০৬), ভাষা, ক্ষমতা ও আমাদের লড়াই প্রসঙ্গে (প্রবন্ধ, ২০০৮); বুদ্ধিজীবী, তার দায় ও বাঙালির বুদ্ধিবৃত্তিক দাসত্ব (প্রবন্ধ, ২০১২), জলছাপে লেখা (কবিতা, ২০২১), রাইতের আগে একটা গান (কবিতা, ২০২২); ভাষার উপনিবেশ: বাংলা ভাষার রূপান্তরের ইতিহাস (প্রবন্ধ, ২০২২)।
View Posts →
কবি ও গল্পকার। যুক্ত আছেন চারবাক সম্পাদনা পরিবারের সাথে।
View Posts →
কবি। জন্ম মৌলভীবাজার জেলায়।
View Posts →
প্রাবন্ধিক। অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। বর্তমানে প্রান্তীয় কৃষক-মধুচাষি, বেতবাঁশ শিল্পের সাথে জড়িত লোকজন নিয়ে কাজ করছেন।
View Posts →
জন্ম— জুন, ০৬, ১৯৭৭। জন্মস্থান— উত্তর গোবীন্দর খীল, হাঁদু চৌধুরী বাড়ী, পটিয়া, চট্টগ্রাম। (শৈশব কৈশোর ও তারুণ্যের সময়যাপন) বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই, চট্টগ্রাম) নানার বাড়ীতে। প্রকাশিত কবিতার বই— ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক : মনফকিরা, কলিকেতা)। প্রকাশিতব্য বই— অর্দ্ধনারীশ্বরবাদ : প্রকৃতিপুরুষতত্ত্ব (নন্দনতত্ত্ব), বটতলার বয়ান (ভাষাতাত্ত্বিক গদ্য) ও উদ্ভিদপ্রতিভা (কবিতা)। সম্পাদক— চারবাক।
View Posts →

সম্পূর্ণ লেখক তালিকা

সাহিত্যের আড্ডা এবং প্রাণের স্ফূর্তি : চিরায়ত ও সমকালিন সাহিত্যের পাঠচক্র বিষয়ে দুয়েকটি কথা

সাহিত্যের আড্ডার প্রসঙ্গ যখন উঠলো, প্রথমেই মনে পড়ছে ভলতেয়ার লিখিত বিখ্যাত ‘কাদিদ’ এর কথা। দার্শনিক নানা ক‚টতর্কে ত্যক্ত-বিরক্ত কাদিদের শেষ উপলব্ধি ‘আসো কাজ করি’ সম্ভবত এটাই বইটির মূল উপদেশ। প্রায়শই সাহিত্যের ক্ষেত্রে উদ্দেশ্যবাদিতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়, কিন্তু এই একটি মাত্র বই পাঠে প্রমাণ চলে সচেতন উদ্দেশ্যবাদিতাও শেষতক শিল্পে উত্তীর্ণ হতে পারে লেখকের অসাধারণ মুন্সিয়ানায়। অন্যদিকে সিদ্ধার্থ। ভারতের অন্তরজগৎ, বৌদ্ধধর্মের বিকাশ এবং স্বয়ং গৌতম বুদ্ধ অথবা তাঁর প্যারালাল উপস্থাপন গৌতম বুদ্ধেরই মানস প্রতিরূপ সিদ্ধার্থ, নদির প্রবাহমানতা, জীবনের অন্তিম উপলব্ধি। দুটি বইই চিন্তা আশ্রিত। ‘তারাস বুলবা’ জাতিয়তাবাদি লেখক গোগলের জাতিপ্রীতির অসাধারণ দলিল। তুচ্ছ চুরুটের পাইপও শত্র“র হাতে ফেলে রেখে যেতে নারাজ তারাস বুলবা শত্র“র হাতে ধৃত হয়ে যখন সেনাদের উদ্দেশ্যে বলেন আবার বসন্তে এসো বন্ধুরা, তখন আমাদের চোখ অশ্র“সিক্ত হয়ে ওঠে। শেষের কবিতার অমিত-লাবণ্য, আটপৌঢ়ে গল্প নিয়ে ‘কবি’ জীবন এতো ছোট কেনে, পুতুল নাচের ইতিকথা’র ডা. শশি বা কুসুম, পথের পাঁচালির অপু বা দুর্গাকে বড় আপনার মনে হয়, ভাবতে ভাল লাগে। অচিন্ত্যকুমার সেনগুপ্তের ‘কল্লোল যুগ’ দে গুরুর গা ধুইয়ে নজরুলের উদাত্ত আহবান কানে বাজে এখনো। হাড্ডি খিজিরের কথা মনে আছে আপনার? ইলিয়াসের অসাধারণ সৃষ্টি ‘মিলির হাতে স্টেনগান’ কিংবা ‘খোয়াবনামা’, শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’, সৈয়দ শামসুল হকের ‘রক্তগোলাপ’, কমলকুমার মজুমদারের ‘অন্তর্জলি যাত্রা’। শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরি, আবুল হাসানের গিতল কবিতা থেকে একেবারে সাম্প্রতিক তরুণ কবি-লেখকও কি বাদ পড়েন সাহিত্য ক্লাব আয়োজিত পাঠচক্রে। অসংখ্য বইয়ের সাথে পরিচয়, যার বেশির ভাগই হয়তো কখনো পড়া হয়ে উঠত না এই পাঠচক্রে না আসলে। শুধুই বই পড়া-আত্মজিজ্ঞাসার উদয় হয় না মনে একবারও? এক একটা বই নতুন অচেনা জগতের উন্মোচন। যে জগত ছুতে পারবো না, যে জগতের মানুষ চির অচেনা অধরা সেই মানুষগুলো বইয়ের বদৌলতে আপনার হয়। তো, হতে পারে নিছক আনন্দের জন্যও পাঠ, হতে পারে বহিঃপৃথিবী জানার আকাক্সক্ষা, মানুষের মনোজগতে প্রবেশের দুর্লভ সুযোগ। আলোচনা-সমালোচনার জন্যও পাঠ হয়।

বাঙলা সমালোচনা-সাহিত্যের মান কেমন কথাটা এভাবে না বলে যদি একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় কোন মানদণ্ডের ভিত্তিতে সমালোচনা-সাহিত্যকে বিবেচনা করা হয়।-আদৌ এখানে সমালোচনা-সাহিত্য গড়ে উঠেছে কি? তুলনামূলক ভাষাতত্ত¡ বলে যা প্রচারিত সেখানে আমাদের বিবেচনাশক্তি কোন পর্যায়ের? সাহিত্য পাঠের মানদণ্ড কি? কোন মানদণ্ডের উপর ভিত্তি করে সাহিত্য শিল্পে কালোত্তীর্ণ বলা যাবে? শিল্প বলবো কোনটিকে, কোনটিকে বলবো না? না বলার কারণ কি? সাহিত্য কি শুধু আনন্দ বর্ধনের জন্যই?-সাহিত্যের সুনির্দিষ্ট লক্ষ, আদর্শ, উদ্দেশ্য কি? সুনির্দিষ্ট লক্ষ, আদর্শ, উদ্দেশ্য থাকা কতটা প্রয়োজনিয়? এরিস্টটল তাঁর সৌন্দর্যতত্তে¡ বিষয়গুলো খোলাসা করার চেষ্টা করেছেন, কতটা সফল হয়েছেন সেটা অবশ্য প্রশ্নসাপেক্ষ। নান্দনিক সৌন্দর্যবোধ সকলের এক না, ব্যক্তিভেদে চেতনার হেরফের হয়। সাহিত্য শিল্পের আপাত নৈর্ব্যক্তিক জায়গায় একমত হওয়া সম্ভবও নয়। সাহিত্যে রাজনীতি, উদ্দেশ্যবাদি নৈতিকতা, সচেতন ম্যানুফেস্টোর অনুপ্রবেশ কতটা জরুরি? থাকতেই হবে কি? এসব প্রশ্ন নিছক প্রশ্ন নয়, সাহিত্য ক্লাবের প্রতিটি পাঠ-পর্যালোচনা অন্তে এসব বিষয় নিয়ে কথা ওঠে। সমাধানের চেষ্টা যুক্তি উপস্থাপন করেন কেউ কেউ। উত্তর প্রায়শই উহ্য থাকে, কিন্তু মনের গভীরে যে আলোড়ন তার রেশ চলতে থাকে, কখনো কখনো বর্ধিত হয় মাত্র।

বিশ্বায়নের কারণে শহর ও গ্রামের সংস্কৃতি ও সমাজজীবনে ব্যাপক পরিবর্তন আসছে। রাজনীতি, নয়া-ঔপনিবেশিক স্রোত, মুক্তবাজার, বহুজাতিক আগ্রাসন, সাম্রাজ্যবাদি সবক মানুষকে দিশেহারা করছে। আদর্শ ও মূল্যবোধের প্রথাগত মানে যাচ্ছে বদলে। কৌশলে বিলুপ্ত করে দেয়া হচ্ছে ব্যক্তিসত্তাকে। ব্যক্তিকে করে ফেলা হচ্ছে একক, স্থবির, পঙ্গু। বিপ্লব বা চিন্তার সম্ভাবনা নষ্ট করতে চলে নানা আয়োজন। বিশ্বায়নে, মুক্তবাজার অর্থনীতিতে ভাষার উপরও একচ্ছত্র আধিপত্য কায়েম হয়। অন্তর্জাল ছড়িয়ে দেয়া হয় এমনভাবে ভোক্তা অনেক সময়ই জানে না কি সে নিচ্ছে, গ্রহণ করছে। ভোগের উপকরণ বেড়েছে। কৌশলে মানুষকে ভোগবাদি করে ফেলা হচ্ছে। অস্থিরতা বাড়ছে। পণ্যদুনিয়া কনজিউমারিজম কোথায় নিয়ে দাঁড় করাবে মানুষকে? ডিজিটাল ইকোনমি যে ইনফরমেশন সোসাইটি তৈরি করছে সেখানে ব্যক্তির সামাজিক পরিচয় ক্রমশ অদৃশ্য। গড়ে উঠছে ব্যক্তির আত্মকেন্দ্রিক পরিচয়। সমাজে মেলামেশার সুযোগ কমে যাচ্ছে, দূরত্ব বাড়ছে প্রতিনিয়ত মানুষে মানুষে। চলমান সময়ের প্রেক্ষাপটে সাহিত্য মানুষের মনোজগতের একাকিত্ব, স্বপ্নজগত নির্মাণে সহায়ক। কল্পনার সাথে বাস্তবতার যে ফারাক রুঢ়তা তা বোধে চমৎকারভাবে প্রতিস্থাপিত হয় সাহিত্য-শিল্পের মাধ্যমে। লেখক তাড়নার স্ফুলিঙ্গ ছড়িয়ে দেন লেখায়, সেটাই পাঠক পুনপাঠে আবিষ্কার করে পাঠের মাধ্যমে। সপ্তাহের একটা সময় আবছা ঘোরের মধ্যে তলিয়ে যাওয়া, দুঃসাহসের ডানায় উড়তে পারা; মানুষতো নিজেও চির একাকি, অসহায়, যন্ত্রসভ্যতার বলি, সে সময় একটা বই-যদি সেটা হয় শিল্পমানে উত্তীর্ণ, চরিত্রের ঠাঁস বুনন বিষয়ের ভেতর তলিয়ে যেতে সাহায্য করে। অনেক পাঠক একসাথে একই বই নিয়ে আলোচনা-পাঠের আনন্দ বাড়িয়ে দেয় নিঃসন্দেহে হাজার গুণ। যে বিষয়টি বিবেচনায় ছিল না, ভাবিনি এভাবে, অন্যের পঠনব্যাখ্যা আপ্লুত করলো, ভাবতে সাহায্য করলো নতুন করে। স্বীকার করি, পণ্যায়ন ও মুক্ত বাজার অর্থনীতি, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা তথা বিশ্বায়নের যুগে সাহিত্য ও সাহিত্যরুচি এবং জন-আকাক্সক্ষা বদলে যাচ্ছে আশ্চর্যভাবে। মিডিয়ার তেলেসমাতি, পণ্যবাজি, স্বেচ্ছাচারিতা, ঔদ্ধত্য, চাপিয়ে দেবার প্রবণতা অনেক সময়ই শিল্প মানে উত্তীর্ণ নয়, এমন বস্তুও গছিয়ে দেয়, দেয়ার চেষ্টা করে। বারংবার বিজ্ঞাপন-প্রচারণা মাজেজায় পাঠক পড়তে প্রলুব্ধও হয় খানিকটা।
তো, সাহিত্য আড্ডার এই নানা আটপৌঢ়ে বিষয়াবলির সাথে কখনো কখনো চিন্তামূলক আখ্যানও যুক্ত হয়। কবিতা, গল্প, উপন্যাস ও নাটকের সৃজনশিল বই পাঠের সাথে সাথে যুক্ত হন স্বামি বিবেকানন্দ (শিকাগো ভাষণ), বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায়কে নিয়ে রবীন্দ্রনাথের লেখা ‘চারিত্র্যপূজা’, উপনিষদের অংশবিশেষ। অনেকদিনব্যাপি মহাকাব্য রামায়ণ কিংবা মহাভারত পড়বার আনন্দইবা কম কী। ‘রুশ গল্প সংকলন’ দিয়ে যে ক্লাবের যাত্রা শুরু আজ এতগুলো বছর পরও সেটা চলছে, ভাবলে বিস্মিত হতে হয়, বিশেষ করে মিডিয়া আগ্রাসনের এই যুগে। মানুষের নিরবচ্ছিন্ন অবসর যেমন কমে গেছে তেমনি জীবন-জীবিকার সীমাহীন স্বেচ্ছাচারিতা উৎপাতে গলধঘর্ম প্রতিদিন। নগদপ্রাপ্তির লোভ তাড়িত জীবনে আপাত লাভহীন এধরনের ক্লাব পরিচালনা এবং তাতে যারা অংশগ্রহণ করেন তাদের বৈষয়িকচিন্তাবিহিন সাধনা নানা কারণেই চমৎকৃত করে। সিরিয়াস বইয়ের পাঠক কিংবা পঠনঅভ্যাস কমে যাচ্ছে এ ধরনের প্রচারণার বিপরিতে দাঁড়িয়ে সাহিত্য ক্লাব মৌলিক চিরায়ত ও সমকালিন বইয়ের সাথে পাঠককে যুক্ত করতে পারছে, ভিন্নচিন্তা উসকে দিচ্ছে, এটাই বড় পাওনা।

শেয়ার করুন: